Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » নড়বড়ে ব্যাটিংয়ে অল্পতেই শেষ বাংলাদেশ




বাংলাদেশের নড়বড়ে ব্যাটিংয়ে। ছবি : সংগৃহীত ইনিংসের শুরুতেই বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে এলবির ফাঁদে ফেলে উইকেট উৎসব শুরু করেন ট্রেন্ট বোল্ট। এরপর উইকেট উৎসবে যোগ দেন জেমি নিশাম ও ম্যাট হ্যানরি। কিউইদের দুর্দান্ত আউটসুইঙ্গিং ইয়র্কার আর গতির সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। নড়বড়ে ব্যাটিংয়ে মাত্র ১৩১ রানেই গুটিয়ে গেল তামিম ইকবালের দল। নিউজিল্যান্ডের ডানেডিনে প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভার পর্যন্ত উইকেটে থিতু হতে পেরেছে বাংলাদেশ। তবে শুরুতে ব্যাটিংটা একটু কঠিনই ছিল। খেলা শুরুর ঘণ্টা খানেক আগে থেকে ডানেডিনের আকাশ মেঘলা ছিল। ওই কন্ডিশনের সুবিধাটাই কাজে লাগিয়েছেন কিউই বোলাররা। ট্রেন্টের দারুণ সব সুইং, দীর্ঘদেহী কাইল জেমিসনের বাউন্স সঙ্গে জেমি নিশামের বোলিং – সব মিলিয়ে কিউইদের সামনে রীতিমত ভড়কে যায় বাংলাদেশ। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারেই বাংলাদেশ অধিনায়ক তামিমকে ১৩ রানে সাজঘরে পাঠান বোল্ট। কিউই তারকার করা বল সরাসরি লাগে তামিমের প্যাডে। একই ওভারের চতুর্থ বলে রানের খাতা খোলার আগে বিদায় নেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের অভিষিক্তি ডেভন কনওয়ের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর একে একে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। উইকেটে থিতু হয়ে ১৯ রানে সাজঘরে ফেরেন লিটন দাস। কিছুটা লড়াই করে লিটনের মতোই পথ হারান মুশফিকুর রহিম। নিশামের বলে মুশফিকের কাট শট বাড়তি বাউন্সের কারণে পয়েন্টে না গিয়ে গালিতে যায়। সেখানে থাকা ফিল্ডার মার্টিন গাপটিল সুযোগ হাতছাড়া না করে লুফে নেন। এরপর শুধু হতাশাই দেখেছে বাংলাদেশে। মিডল অর্ডারে টিকতেই পারেননি মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, অভিষিক্ত শেখ মেহেদি। মাঝে তাসকিন আহমেদকে নিয়ে কিছুটা লড়াই করেন মাহমুদউল্লাহ। ২৭ রানের মাথায় মাহমুদউল্লাহর প্রতিরোধও ভেঙে দেন ম্যাট হেনরি। এরপর আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। দলীয় সর্বোচ্চ রানও আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকেও। বাকিদের মধ্যে মুশফিক ছাড়া কেউ ২০-এর ঘর পার করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ২৭ রান দিয়ে চারটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। দুটি করে নেন নিশাম ও মিচেল স্যান্টনার। একটি নেন কাইল জেমিসন। ম্যাচটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে মেহেদি হাসানের। বাংলাদেশের ১৩৫তম ওয়ানডে ক্রিকেটার মেহেদি। অন্যদিকে কিউইদের দলে অভিষেক হয়েছে তিন জনের। তারা হলেন ডেভন কনওয়ে, উইল ইয়াং ও ড্যারিল মিচেল। কিউইদের ১৯৮, ১৯৯ ও ২০০তম ওয়ানডে ক্রিকেটার তারা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অধীনে হচ্ছে এই সিরিজ। ঘরের মাঠে গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে এই সিরিজে যাত্রা শুরু হয় বাংলাদেশের। হোম সিরিজে ৩-০ ব্যবধানে জিতে পুরো ৩০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তবে এবার হবে আসল পরীক্ষা। কারণ এবারের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ২৬ টি ম্যাচ খেলে একটিতেও জেতেনি বাংলাদেশ। ওয়ানডেতেও ১৩টি ম্যাচ খেলে জয়হীন বাংলাদেশ। সেই আক্ষেপই এবার মেটানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। চাওয়া ছিল অন্তত একটি জয়






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply