Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ৯৮ বছর পর এমন লজ্জা পেল লিভারপুল




৯৮ বছর পর এমন লজ্জা পেল লিভারপুল

গেল মৌসুমে একের পর এক রেকর্ড ভেঙ্গে শিরোপা জিতেছিল লিভারপুল। চলতি মৌসুমেও লিভারপুল রেকর্ড করছে, তবে সবই লজ্জার। যে অ্যানফিল্ডে টানা ৬৮ ম্যাচ অপরাজিত ছিল অলরেডরা, এবার সে মাঠেই তারা হারল টানা ৪ ম্যাচ। এভারটনের কাছে ২-০ গোলে হেরে, ১৯২৩ সালের পর নিজেদের মাঠে এমন লজ্জা পেল ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। ইয়ুর্গেন ক্লপের দলের প্রতিপক্ষ এভারটন। ২৩৮তম মার্সিসাইড ডার্বি। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে অ্যানফিল্ডে লিভারপুল অপরাজিত প্রায় ২২ বছর হতে চলল। অলরেড সমর্থকরাও হয়তো ধরেই নিয়েছিলেন জয়ের ধারায় ফিরবে তাদের দল। তবে ম্যাচের ৩ মিনিটেই রিচার্লিসনের গোলে এভারটন এগিয়ে গেলে, ধাক্কা খায় লিভারপুল। সমতায় ফিরতে শুরু হয় ক্লপের দলের চেষ্টা। বলের দখল নিজেদের কাছে রেখে করতে থাকে আক্রমণ। ম্যাচের ২০ মিনিটে সমতা আনার খুব কাছে গিয়েছিল স্বাগতিকরা। তবে জর্ডান হেন্ডারসনের শট রুখে দেন টফিস গোলরক্ষক পিকফোর্ড। লিভারপুলের দুর্ভোগ আরো বাড়ে ৩০ মিনিটে হেন্ডারসন চোট পেয়ে মাঠ ছাড়লে। লিড দ্বিগুণের দারুণ সুযোগ পেয়েছিল এভারটন। তবে ৩৩ মিনিটে অ্যালিসনের দৃঢ়তায় গোলবঞ্চিত হন কোলম্যান। দ্বিতীয়ার্ধ্বেও আধিপত্য নিয়ে খেলতে থাকা লিভারপুল ম্যাচে সমতা আনতে চেষ্টা করে গেছে অনেক। কিন্তু ফিরমিনো-সালাহ-মানেরা এভারটনের রক্ষণে চিড় ধরাতে পারেনি। বরং ম্যাচের শেষ দিকে লিভারপুলের পয়েন্ট পাবার আশাটুকুও শেষ হয়ে যায়। ডি বক্সে ক্যালভার্ট লেউইনকে ফাউল করলে পেনাল্টি পায় এভারটন। সিগুর্ডসনের করা গোলটা অ্যানফিল্ডে এভারটনের জয় নিশ্চিত করে প্রায় ২২ বছর পর। মার্সিসাইড ডার্বিতে ক্লাবকে ১১ বছর পর জয় এনে দিলো কার্লো অ্যানচেলত্তির দল। লিগের শিরোপা স্বপ্নে অনেক আগেই শেষ লিভারপুলের। শীর্ষ চারে থাকাটাও হুমকিতে। ২৫ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে ক্লপ বাহিনী। সমান ম্যাচে সমান পয়েন্টে এভারটন আছে ৭ম স্থানে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply