বলিউড অভিনেতা বিবেকের নামে মামলা
ভালোবাসা দিবসে স্ত্রীকে নিয়ে নতুন বাইকে ঘুরতে বেরিয়ে ছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। সেই ভিডিও নেট দুনিয়ায় শেয়ারও করেছেন তিনি। বেশি ভালোবাসা প্রকাশ করতে গিয়েই বিপত্তিতে পড়েছে বিবেক।
বাইক চালানোর সময় বিবেক ও তার স্ত্রী প্রিয়াঙ্কা আলভার মাথায় হেটমেট ছিল না। তার সঙ্গে মুখে মাস্কও পরেননি এ দম্পতি। ফলে জুহু পুলিশ থানায় মামলা দায়ের হয়েছে অভিনেতার বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ এবং ২৬৯ ধারায় মামলা হয়েছে বিবেকের বিরুদ্ধে।
মহারাষ্ট্রের করোনা প্রতিবিধান আইন ও মোটর ভেহিক্যাল আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে বিবেকের বিরুদ্ধে। হেলমেট ছাড়া বাইক চালানোয় ৫০০ রুপি জরিমানা করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ এবং ২৬৯ ধারায় দোষী সাব্যস্ত হলে ৬ মাসের কারাদণ্ড কিংবা জরিমানা হতে পারে, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবে পারে বিবেক।
মামলা দায়ের হওয়া পর নিজের ভুল বুঝতে পেরেছেন অভিনেতা। প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন প্রসাশনের কাছে। টুইটারে লিখেছেন, ‘ধন্যবাদ মুম্বাই পুলিশ আমাকে নিজের ভুল বুঝতে সাহায্য করায়, সুরক্ষা সবসময় সবচেয়ে বেশি জরুরি। সুরক্ষিত থাকুন, মাস্ক আর হেলমেট পরুন’।
সূত্র: হিন্দুস্তান টাইমস
Tag: Entertainment
No comments: