উগান্ডায় কুড়িয়ে পাওয়া গ্রেনেডে চার শিশুর মৃত্যু
উগান্ডার মাজি টু শরণার্থী শিবিরে গ্রেনেড বিস্ফোরণে চার শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে। প্রতীকী ছবি
উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদজুমানি জেলার মাজি টু শরণার্থী শিবিরে গ্রেনেড বিস্ফোরণে চার শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুরা জঙ্গল থেকে গ্রেনেড কুড়িয়ে বাসায় নিয়ে যায়। সেখানে আরও কিছু শিশু জড়ো হয়। তারা গ্রেনেডটিকে কাটার চেষ্টা করলে এটি বিস্ফোরিত হয়।
ঘটনাস্থলেই তিন শিশু নিহত ও আরও ছয়জন মারাত্মকভাবে আহত হয়। কাছের একটি হাসপাতালে তাদের নেওয়ার পর আরও একজন মারা যায়। খবর সিনহুয়ার।
উল্লেখ, মাজি টু শরণার্থী শিবিরে প্রতিবেশী দক্ষিণ সুদান থেকে আসা ১৭ হাজারেরও বেশি শরণার্থী বাস করছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা সূত্রে এ কথা জানা গেছে
Tag: English News world
No comments: