Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ৩০ জুলাই প্রভাস আর আলিয়ার লড়াই




৩০ জুলাই প্রভাস আর আলিয়ার লড়াই সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবিটিকে ঘিরে প্রত্যাশার পারদ ক্রমশ বেড়েই চলেছে। শোনা গেছে, বানসালির দীর্ঘ ক্যারিয়ারে অন্যতম উল্লেখযোগ্য ছবি হতে চলেছে এটি। বহু প্রতীক্ষিত এই ছবির মূল চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গতকাল ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবির টিজার মুক্তি পেল। পরিচালক সঞ্জয় লীলা বানসালি তাঁর জন্মদিনে এই বিশেষ উপহার দিলেন সিনেমাপ্রেমীদের। এদিকে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ মুক্তির দিন, আর প্রভাসের ছবির মুক্তির দিন একই। তাই প্রভাসের প্রতাপের সামনে বানসালির এই ছবি কতটা টিকতে পারবে, তা এখন লাখ টাকার প্রশ্ন। ইতিমধ্যে আলিয়ার এই টিজার পছন্দ করেছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, দিয়া মির্জা, ‘হবু শাশুড়ি’ নীতু সিং, বরুণ ধাওয়ানসহ আরও অনেকে। টুইটারে তাঁরা সিনেমার টিজারটি শেয়ার করে ভূয়সী প্রশংসা করেছেন। শাহরুখ লিখেছেন, ‘আমার “ছোট্ট স্টার” এবার গ্যাংস্টার। ছবিটা দেখার জন্য মুখিয়ে আছি। মনে হচ্ছে দারুণ কিছু হতে চলেছে।’ ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবির টিজার মুক্তির পাশাপাশি এই ছবি রিলিজের দিন ঘোষণা করলেন বানসালি।

আগামী ৩০ জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে আলিয়া অভিনীত ছবিটি। আর তারপর থেকেই নানান গুঞ্জন বিটাউনে। কারণ, এই একই দিনে মুক্তি পাচ্ছে প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’ ছবিটি। ১৪ ফেব্রুয়ারী, অর্থাৎ ভালবাসা দিবসে প্রভাস তাঁর এই প্রেমের ছবির কথা ঘোষণা করেছিলেন। তাই বানসালিও আগে থেকে সেটা জানতেন। জেনেবুঝেই তিনি একই দিনে ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছেন। লড়াইয়ে কার জয় হয়, তা দেখার জন্য মনে মনে যেন বাজি ধরেছেন! একই দিনে দুই বড় ছবি মুক্তির সিদ্ধান্তে রীতিমতো অবাক বলিউড। কারণ, সারা দেশজুড়ে প্রভাসের প্রতাপ। তাঁর অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। অন্যদিকে কম যান না বানসালিও। তাই সব মিলিয়ে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবির ভবিষ্যৎ প্রশ্নের মুখে। প্রভাসের কারণে আলিয়ার ক্যারিয়ারে কতটা ক্ষতি হতে পারে, তা সময়ই বলবে। তবে একটাই আশার কথা যে এই দুটো ছবি একদমই ভিন্ন। তাই হয়তো দর্শক দুটো ছবিই দেখবেন, বা যে দর্শকের যে ছবিটি দেখার, তিনি সেটিই দেখবেন। তাই কোনো ছবিই হয়তো সেভাবে ক্ষতির সম্মুখীন হবে না। তবে সময়ই বলে দেবে কে জিতল, কে হারল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply