ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ৯ জন নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
যশোর থেকে ওই বাসটি কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় পথিমধ্যে বাসটি কালীগঞ্জের বারোবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয় বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
Tag: English News lid news national
No comments: