Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » দুই দিনে ‘পোগারু’র আয় ১৪ কোটি




‘পোগারু’ সিনেমার একটি দৃশ্য। ছবি : সংগৃহীত মুক্তির দিনে ভালো শুরুর পর কন্নড় ভাষার সিনেমা ‘পোগারু’ এখন বসের মতো বক্স অফিস শাসন করছে! ধ্রুব সরজা অভিনীত এ সিনেমা মুক্তি পায় ১৯ ফেব্রুয়ারি আর এ দিন বিশ্বব্যাপী বক্স অফিসে সংগ্রহ করে ১০.০৫ কোটি রুপি। কন্নড় সিনেমার ইতিহাসে এটি মুক্তির দিনের আয়ে চতুর্থ সর্বোচ্চ। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, অ্যাকশন-এন্টারটেইনার ‘পোগারু’ মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে সংগ্রহ করেছে সাড়ে চার কোটি রুপি। সেই হিসাবে দুই দিনে এ সিনেমার সংগ্রহ দাঁড়িয়েছে ১৪ কোটি ৫৫ লাখ রুপি। দর্শকের প্রশংসায় ভাসছে এ সিনেমা আর তার প্রভাব পড়েছে বক্স অফিসে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটক ছাড়াও ‘পোগারু’ অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছে। সিনেমাটি একই শিরোনামে তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে আর তামিল ভাষায় মুক্তি পেয়েছে ‘সেমমা থিমিরু’ নামে। নন্দ কিশোর পরিচালিত এ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানা। শ্রী জগৎগুরু মুভিসের ব্যানারে ‘পোগারু’ প্রযোজনা করেছেন বি কে গঙ্গাধর। এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ‘বিগ বস কন্নড়’-এর পঞ্চম মৌসুমজয়ী চন্দন শেঠি। ‘পোগারু’ সিনেমায় ধ্রুব-রশ্মিকা ছাড়াও অভিনয় করেছেন ধনঞ্জয়, রাঘবেন্দ্র রাজকুমার, পি রবি শঙ্কর, কাই গ্রিনি, সাধু কোকিলা, কুট্টি প্রতাপ, মৃণালিনী রবি, ময়ূরী কিয়াতারি ও মর্গান অস্তে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply