নিজের সন্তান না থাকায় দুই নবজাতক চুরি করেন আলপনা
স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনের চাপে দুই শিশু চুরি করেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের আলপনা খাতুন।
নিজের সন্তান না থাকায় সিরাজগঞ্জে হাসপাতাল থেকে নবজাতক চুরি করে অভিযুক্ত আলপনা খাতুন। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এমন দাবি সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম। এ ঘটনার পেছনে কোনো চক্র নেই।
পুলিশ সুপার জানান, পরিকল্পনা অনুযায়ী তিনি গর্ভবতী হয়েছে বলে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যায় এবং শিশু চুরির পরিকল্পা করেন। এজন্য তিনি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের এক কর্মচারীর সঙ্গে সখ্য গড়ে তোলেন।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সোমবার (১ মার্চ) তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
Tag: Zilla News
No comments: