করোনায় ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৯২ : স্বাস্থ্য অধিদপ্তর
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ২০৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ২৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৩৮ হাজার ৬২ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৩১ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৮৩ হাজার ৩৭২ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবে ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৫৬২টি। এ পর্যন্ত দেশে মোট ৩৭ লাখ ৪৯ হাজার ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মৃতের মধ্যে পুরুষ ১১ জন ও নারী চারজন। এ পর্যন্ত দেশে করোনায় পুরুষ মারা গেছে ছয় হাজার ২১৭ জন ও নারী এক হাজার ৯৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন ও ষাটোর্ধ্ব দশজন রয়েছেন।
এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের ছয়জন ও রাজশাহী বিভাগের একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় সবাই হাসপাতালেই মারা গেছেন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।
Tag: English News lid news national
No comments: