নাগরিকের স্বাস্থ্য-সংক্রান্ত ডাটা তৈরির কাজ শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের সব নাগরিকের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য নিয়ে কেন্দ্রীয় ডাটা ব্যাংক তৈরির কাজ শুরু হয়েছে জানিয়ে সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হয়নি। সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে তিনি আরো বলেন, পরিকল্পনামতো দেশের মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার কাজ চলছে। অধিবেশনে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল-২০২১ পাস করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশের সকল মানুষের স্বাস্থ্য ডাটা রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি এবং তার কার্যক্রম শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষের জন্য ভ্যাকসিন নিয়ে আসছি। আগামী ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিনের কার্যক্রম উদ্বোধন হবে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি বিষয়ে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেখানে দুর্নীতি রয়েছে, সেখানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আর যারা দুর্নীতি করেছেন তাদের আমরা জেলে নিয়ে গেছি।
Tag: English News lid news national
No comments: