থাইল্যান্ডে টিকাদান কার্যক্রম শুরু
থাইল্যান্ডে রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ছবি : রয়টার্স
থাইল্যান্ডে আজ রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ও জনস্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের চীনা সিনোভ্যাক টিকার প্রথম ডোজ গ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।
থাইল্যান্ডের ইনফেকশাস ডিজিজ ইনস্টিটিউটে দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চার সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় অন্য মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারাও টিকা গ্রহণ করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, এটি একটি ঐতিহাসিক দিন ও মহামারির বিরুদ্ধে আত্মবিশ্বাস তৈরিতে সহায়তার একটি দিন।
এদিকে রোববার সামুত শাখন প্রদেশে ১৫৯ জনকেও টিকা দেওয়ার কথা রয়েছে। মধ্য ডিসেম্বর থেকে এ প্রদেশে নতুন ধরনের করোনার প্রাদুর্ভাব ঘটে।
দেশটি বুধবার চীনের কাছ থেকে প্রথম দফায় দুই লাখ ডোজ সিনোভ্যাক টিকা গ্রহণ করে। রাজধানী ব্যাংককসহ দেশটির ১৩টি প্রদেশে এ টিকা সরবরাহ করা হবে। আরো ১৮ লাখ ডোজ টিকা মার্চ ও এপ্রিলে থাইল্যান্ডে এসে পৌঁছানোর কথা রয়েছে
Tag: English News world
No comments: