করোনা : দ্বিতীয় চালানের ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে
ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালানের ২০ লাখ ডোজ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেশে এসে পৌঁছায়। ছবি : সংগৃহীত
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালানের ২০ লাখ ডোজ দেশে এসেছে।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্পাইস জেটের একটি বিশেষ ফ্লাইট টিকার দ্বিতীয় চালান নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে কেনা তিন কোটি ডোজের দ্বিতীয় চালান এটি।
দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান রোববার জানিয়েছিলেন, এই টিকা রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউসে। স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় টিকা পৌঁছে দেওয়া হবে।
গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ করোনা টিকা দেশে আসে। তবে তার আগে ২০ জানুয়ারি আসে ভারত সরকারের উপহার দেওয়া একই কোম্পানির ২০ লাখ ডোজ টিকা।
Tag: English News lid news politics
No comments: