বাবা হারালেন ব্রাজিলের তারকা
ব্রাজিল গোলকিপার অ্যালিসন বেকার। ছবি : সংগৃহীত
মর্মান্তিক দুর্ঘটনায় বাবা হারালেন ব্রাজিল ও লিভারপুলের তারকা অ্যালিসন বেকার। পানিতে ডুবে মারা গেছেন ব্রাজিলিয়ান এই গোলরক্ষকের বাবা অগাস্তিনো বেকার।
ফক্স স্পোর্টসের খবর অনুযায়ী, ব্রাজিলের দক্ষিণের শহর লাভ্রাস দু সুলে নিজস্ব এক লেকে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন অ্যালিসনের বাবা।
ইএসপিএন ফুটবল জানিয়েছে, গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ নিখোঁজ হন অ্যালিসনের বাবা। এরপর রাত ১১টা ৪৫ মিনিটে তাঁর মৃতদেহ পাওয়া যায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এখানে কোনো অপরাধমূলক কিছুর আলামত পাওয়া যায়নি। এটা শুধুই দুর্ঘটনা।
অ্যালিসনের বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলিয়ান ফুটবলে। অগাস্তিনোর ছোট ছেলে মুরিয়েল বেকারও স্থানীয় ক্লাব ফ্লুমিনেন্সের গোলকিপার।
ব্রাজিল ফুটবল ফেডারেশনসহ দেশটির বেশ কয়েকটির ক্লাব অ্যালিসনের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে।
এক বিবৃতিতে সাও পাওলো লিখেছে, ‘অনেক আফসোসের সঙ্গে সাও পাওলো অ্যালিসন ও মুরিয়েলের বাবা অগাস্তিনোর মৃত্যুতে শোক প্রকাশ করছে। দুই ক্রীড়াবিদের পরিবারের জন্য সমবেদনা।
Tag: English News games
No comments: