বুমরাহর রেকর্ড ভাঙলেন পাকিস্তানি পেসার
পাকিস্তানের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত
জসপ্রীত বুমরাহর একটি টি-টোয়েন্টি রেকর্ড ভাঙলেন পাকিস্তানের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগে লাহোরের হয়ে মাঠে নেমে মুলতানের মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নেওয়ার পরই ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়ে ফেলেন আফ্রিদি।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড বুমরাহর কাছ থেকে ছিনিয়ে নেন আফ্রিদি। তিনি ২০ বছর ৩২৬ দিন বয়সে এই মাইলফলক স্পর্শ করেন। বুমরাহ ২৩ বছর ৫৭ দিন বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছিলেন।
সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমানের। তিনি ১৮ বছর ২৭১ দিন বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট দখল করেন। আরও এক আফগান তারকা রশিদ খান টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছিলেন ১৮ বছর ৩৬০ দিন বয়সে।
শাহীন শাহ আফ্রিদি ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। তিনি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন
Tag: English News games
No comments: