বাইডেনের কাছে সহায়তা চাইলো হলিউডের স্টুডিওগুলো
‘মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ সিনেমাহলগুলো। কিছু হল খুললেও দর্শক নেই আগের মতো। ঝুঁকির মুখে সিনেমা এবং টেলিভিশনের সাড়ে চার লক্ষের বেশি কর্মসংস্থান।’ বাইডেনকে দেয়া এক চিঠিতে এভাবেই সমস্যাগুলোর কথা তুলে ধরেছেন কমান্ডার ইন চিফ।
হলিউড স্টুডিও এবং বিনোদন সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোর একটি বড় দল যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছে। চিঠিতে করোনাভাইরাসের কারণে বিনোদন ইন্ডাস্ট্রিতে সৃষ্ট নানা সমস্যার কথা বিস্তারিত তুলে ধরা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘মহামারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রোডাকশন আগের মতো স্বাভাবিক হবে না। তাই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে পুনরুদ্ধারের জন্য এবং সিনেমা,টেলিভিশন ও স্ট্রিমিং সার্ভিসের দর্শকদেরকে আরও ভালো কনটেন্ট দেয়ার জন্য আপনার সাথে মিলে একটি পলিসি অ্যাজেন্ডা তৈরি করতে আমরা প্রস্তুত।’
কপিরাইট আইন আরও শক্তিশালী করার জন্যও জো বাইডেনকে অনুরোধ করা হয়েছে। কারণ করোনা মহামারীতে পাইরেসির সমস্যাও মহামারী আকার ধারণ করেছে। -হলিউড রিপোর্টার
Tag: Entertainment
No comments: