একদিনে ৯ জনের মৃত্যু, শনাক্ত ৪১৮
দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকে আজ ৩৪১তম দিনে ৯ জনের মৃত্যুতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ২৪৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৫ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষায় ৪১৮ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৬৫ শতাংশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৭ ।
সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ২৯ লাখ ৫৮ হাজার ২৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮ লাখ ৪৯ হাজার ৭৬৯টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা ৩৮ লাখ আট হাজার ১৭টি নমুনা।
এর মধ্যে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৪১৮ জনসহ মোট চার লাখ ৮৫ হাজার ৯৭১ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে নয় জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পাঁচ জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ২৪৮। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ২৪৮ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৭৫ শতাংশ এবং ২ হাজার জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ২৫ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত নয় জনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব সাত জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে চার জন, চট্টগ্রাম বিভাগে দুই জন, খুলনা বিভাগে দুই জন ও বরিশাল বিভাগে এক জন।
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১০ কোটি ৭৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৩ লাখ ৫২ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ কোটি ৯৯ লাখের বেশি।
Tag: English News lid news national
No comments: