Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বঙ্গবন্ধুর ওপর লেখা ২ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর




জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর লেখা দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে চলমান অধিবেশনের ফাঁকে এ বই দুটির মোড়ক উন্মোচন করেন তিনি। চলমান শীতকালীন অধিবেশনের ফাঁকে সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১২টায় জাতির পিতার ওপর লেখা 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জনক আমার, নেতা আমার' এবং ১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর সাক্ষাৎকার ভিত্তিক বই 'জয় বাংলা'র মোড়ক উন্মোচন করা হয়। সকালে জাতীয় সংসদস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বইগুলোর মোড়ক উন্মোচন শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জনক আমার নেতা আমার’ এবং ‘জয় বাংলা’ নামের দুটো বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জনক আমার নেতা আমার’ বইটিতে বঙ্গবন্ধু, তাঁর পারিবারিক জীবন ও বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ের ওপর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পাদনায় বিভিন্ন লেখা সন্নিবেশ করা হয়েছে। এছাড়া, ‘জয় বাংলা’ বইটিতে ১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দেয়া জাতির পিতার সাক্ষাতকারগুলো একত্রিত করে ছাপা হয়েছে। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জনক আমার নেতা আমার’ এ বইটির সূচিপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, জাতির পিতার জন্মশত বার্ষিকীতে বাঙালি পাঠককূলের কাছে এটি একটি দুর্লভ উপহার। আর ‘জয় বাংলা’ বইয়ের সূচিতে প্রধানমন্ত্রী লিখেছেন, জাতির পিতার জীবন-দর্শন সম্পর্কে ভালোভাবে জানতে ঐতিহাসিক এসব বই সম্পূর্ণ পড়ার প্রয়োজনীয়তা রয়েছে। বঙ্গবন্ধুর সাক্ষাৎকার ভিত্তিক বইটি সম্পাদনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং পিয়াস মজিদ আর এটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন বলে জানান তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply