মন্ত্রী, এমপি ও সচিবসহ সবাইকে টিকা নেয়ার আহ্বান
মন্ত্রী, এমপি ও সচিবসহ সবাইকে করোনা ভ্যাকসিন কার্যক্রমে অংশ নেয়ার আহবান জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। তবে টিকা নিতে হলে সুরক্ষা অ্যাপে করতে হবে রেজিস্ট্রেশন। যদিও নিবন্ধন করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে। তাই বিকল্প ভাবার পরামর্শ বিশ্লেষকদের।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশব্যাপী করোনার টিকা দান কর্মসুচি। এরইমধ্যে সারাদেশে পৌঁছে গেছে করোনার টিকা। এই কার্যক্রম সফল করতে জেলায় জেলায় বৈঠক করছেন দায়িত্বশীল কর্মকর্তারা। সংশ্লিষ্টদের দেয়া হচ্ছে নির্দেশনা।
তবে টিকা নিতে হলে সুরক্ষা অ্যাপে করতে হবে রেজিস্ট্রেশন। যদিও নিবন্ধন করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে। তাই এর বিকল্প ভাবার পরামর্শ বিশ্লেষকদের।
Tag: English News politics
No comments: