Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লন্ডন ডার্বিতে মুখোমুখি চেলসি-টটেনহ্যাম




হাইভোল্টেজ লন্ডন ডার্বিতে মুখোমুখি হবে চেলসি-টটেনহ্যাম হটস্পার। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) ম্যাচটি শুরু হবে রাত ২টায়। মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া দু’দল। করোনায় কাঁপছে ইউরোপ। তবে থেমে নেই ফুটবল উন্মাদনা। রাতে অন্যান্য ম্যাচের তুলনায় এদিন সবার চোখ থাকবে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে। হাইভোল্টেজ লন্ডন ডার্বিতে লড়বে দুই প্রতিদ্বন্দ্বী চেলসি ও টটেনহ্যাম হটস্পার। মর্যাদার দ্বৈরথে কেউ কাউকে ছাড় দিতে নারাজ একচুল। সমর্থকরাও অপেক্ষায় রোমাঞ্চে মেতে ওঠার। মাঠের বাইরে দুই কোচ হোসে মরিনিয়ো ও থমাস টাচেলের দিকেও চোখ থাকবে সবার। ২১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে ৭ এ। বাজে পারফরমেন্সের দায়ে কোচ ল্যাম্পার্ডের বিদায়ের পর কাণ্ডারি হয়ে এসেছেন থমাস টাচেল। টাচেল যুগে খুব একটা খারাপ যাচ্ছে না চেলসির সময়। গেল মাসে লেস্টারের কাছে হারের পর তিন ম্যাচ হারের দেখা পায়নি ব্লুজ। তবে ক্লাব কর্তাদের চাপ রয়েছে শীর্ষে ওঠার। সেটা যে বড় কঠিন তা ভালোই জানেন টাচেল। তার আগে পারি দিতে চান টটেনহ্যাম বাধা। ফর্মে আছেন টমি আব্রাহাম, কার্ট জুমা ও টিমো ওয়ার্নার।এ ম্যাচেও তাদের সেরা পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবে সবাই। এ ম্যাচে ফিরছেন হাকিম জাইচ। তবে, অনিশ্চয়তা আছে কাই হ্যাভার্টজের খেলা নিয়ে। প্রতিপক্ষ টটেনহ্যাম পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও, লিভারপুল ও ব্রাইটনের কাছে শেষ দুই ম্যাচে হেরে চাপে আছে। স্পেশাল ওয়ান হোসে মরিনিয়োর কোনো কৌশলই ঠিকভাবে কাজে আসছে না। এর মধ্যেই চেলসি বৈতরণী পাড়ি দিতে চান চেলসি কোচ। এ যাত্রায় তার তুরুপের তাস সন হিউং মিন ও হ্যারি কেইন। ম্যাচের আগে ডেলে আলী, সার্জিও রিগুইলন, লো সেলসোর ইনজুরি ভাবচ্ছে কোচকে। দু'দলের শেষ দেখা গত বছর নভেম্বরে। গোলশূন্য ড্র হয়েছে সে ম্যাচ। মুখোমুখি পরিসংখ্যানে ৬৫ জয় নিয়ে এগিয়ে আছে চেলসি। ৪৯ জয় টটেনহ্যামর। ড্র হয়েছে ৩৭টি ম্যাচ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply