বায়ার্নের সামনে সবাই অসহায়
ইতালিয়ান ক্লাব লাৎসিকে তাদেরই মাঠে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের দুয়ার প্রায় খুলে ফেলেছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে লাৎসির মাঠে ৪-১ গোলের জয় তুলেছে বায়ার্ন। আসছে ১৭ মার্চ পরের লেগে বায়ার্নের মাঠে মুখোমুখি হবে দুদল।
নবম মিনিটেই লিড পেয়ে যায় বায়ার্ন। দুর্দান্ত ফর্ম জারি রাখা রবার্ট লেভান্ডোভস্কি অতিথিদের এগিয়ে নেন।
পোলিশ স্ট্রাইকার গোলটি দিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক স্প্যানিশ স্ট্রাইকার রাউল গঞ্জালেসকে (৭১) টপকালেন, বর্তমান ফিফা সেরার নামের পাশে এখন ৭২ চ্যাম্পিয়ন্স লিগ গোল। ক্রিস্টিয়ানো রোনালদো ১৩৪ ও লিওনেল মেসির ১১৯ গোল নিয়ে ধরাছোঁয়ার বাইরে।
ম্যাচের ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। গোরেটজার বাড়ানো বল জালে জড়ান জামাল মুসিয়ালা। ৪২ মিনিটে আরেকদফা ব্যবধান বাড়ান লেরয় সানে। এবারের বলের যোগানদাতা কিংসলে কোম্যান।
মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৪৭ মিনিটে লাৎসির ফ্রান্সেসকো আচের্বি বায়ার্নের আক্রমণ প্রতিহত করতে যেয়ে বল নিজেদের জালেই জড়িয়ে দিলে ব্যবধান আরও বাড়ে।
দুমিনিট পর ৪৯ মিনিটে জোয়াকুইন কোরেয়া একটি গোল ফিরিয়ে দিলে অবশ্য সান্ত্বনার গোলটি মেলে স্বাগতিকদের। পরে আর কেউ জালের খোঁজ পায়নি। ৪-১এ খেলার শেষ হয়।
Tag: English News games
No comments: