সবার একটু সতর্ক থাকা দরকার : প্রধানমন্ত্রী
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের মোড়ক উন্মোচন এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবনমান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সে কারণে সবাইকে একটু সতর্ক থাকা দরকার।’
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ মঙ্গলবার সকালে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের মোড়ক উন্মোচন এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রের উন্নয়নে দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনার জন্য ২০২০ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ৬৪ লাখ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকার প্রাক্কলিত ব্যয় ধরে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন গত বছরের ২৯ ডিসেম্বর দিয়েছিল সরকার। আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ৭৫ পরবর্তী গণতন্ত্রের পথ মসৃণ ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর একের পর এক মার্শাল ল, মিলিটারি রুলার, অবৈধভাবে ক্ষমতা দখল, হত্যা, খুন, ষড়যন্ত্রের রাজনীতি, আমাদের রাজনৈতিক নেতাদের ওপর অকথ্য অত্যাচার, নির্যাতন, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ এবং তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ—সবই কিন্তু আমাদের মোকাবিলা করতে হচ্ছে। এসব মোকাবিলা করেও আমরা অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি।’
সরকারের বলিষ্ঠ ভূমিকার কারণে করোনাভাইরাস মোকাবিলা করে দেশের মানুষ এখন ভ্যাকসিন পাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায়ও আমরা সাফল্য অর্জন করেছি এবং করে যাচ্ছি। ইনশা আল্লাহ, এটার প্রভাব আমাদের দেশে তেমন আর থাকবে না।’
এ সময় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
Tag: English News lid news national
No comments: