Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ঐতিহ্য ভেঙে পোপের পরামর্শক পরিষদে প্রথম নারী নিয়োগ




ঐতিহ্য ভেঙে পোপের পরামর্শক পরিষদে প্রথম নারী নিয়োগ

ক্যাথলিক ঐতিহ্য ভেঙে পরামর্শ পরিষদে (সিনোদ অব বিশপস) ভোট দেওয়ার ক্ষমতাসম্পন্ন আন্ডার সেক্রেটারি পদে এই প্রথম এক নারীকে নিয়োগ দিয়েছেন পোপ ফ্রান্সিস। পরিষদে শনিবার (৬ ফেব্রুয়ারি) দু’জন আন্ডার সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে একজন হলেন ৫২ বছর বয়সী ফরাসি নারী নেথালি বিকোয়ার্ত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সাল থেকে সিনোদে তিনি দায়িত্ব পালন করছিলেন। সিনোদ অব বিশপসে অপর আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস মারিন ডি সান মার্টিন। এ নিয়োগকে চার্চের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিক হারে নারীর অংশগ্রহণ পোপের ইচ্ছার প্রতিফলন বলে উল্লেখ করলেন সিনোদের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও গ্রেচ। বিশপ ও কার্ডিনালদের সমন্বয়ে পোপের পরামর্শ পরিষদ গঠিত হয়। তাদের ভোট দেওয়ার ক্ষমতা থাকে। এ ছাড়া পরিষদে কিছু বিশেষজ্ঞও থাকেন। তবে তাদের ভোটাধিকার থাকে না। আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস সিনোদ অব বিশপসের সংস্কার এবং চার্চ পরিচালনায় নারীর ভূমিকা বাড়ানোর আভাস দিয়েছিলেন। নেথালি বিকোয়ার্ত ফ্রান্সভিত্তিক জাভিয়ার সিস্টার্সের সদস্য এবং তিনি বোস্টনে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply