মঙ্গল গ্রহে নাসা’র রোবটযান ‘পারসিভিয়ারেন্স’র সফল অবতরণ
মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র রোবটযান ‘পারসিভিয়ারেন্স’। বাংলাদেশ সময় গত রাত ৩টার দিকে রোবটযানটি সেখানে অবতরণ করে।
সাত মাস আগে ৬ চাকার স্বয়ংক্রিয় রোবটযানটি পৃথিবী থেকে ৪শ’৭০ মিলিয়ন কিলোমিটার বা ৪৭ কোটি মাইল পথের যাত্রা শুরু করেছিল। মঙ্গলের জাজেরো ক্রেটার নামে গভীর গর্তে অবতরণ করে রোবটযান পারসিভিয়ারেন্স।
যানটি ইতিমধ্যে ছবি পাঠাতে শুরু করেছে। উপগ্রহে পাওয়া ছবি থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন এক সময় ওই স্থানটিতে বিশাল একটি হ্রদ ছিল। আগামী দুই বছর মঙ্গলে অবস্থান করে পাথর খননসহ সেখানে অতীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা, তা জানার চেষ্টা করবে যানটি।
এর আগে, মঙ্গলে নভোযান অবতরণের ১৪টি প্রচেষ্টার মধ্যে সফল হয়েছিল ৮টি।
Tag: English News lid news world
No comments: