জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ৩ দিনের সফরে মেহেরপুর পৌঁছেছেন
। শনিবার সন্ধ্যার দিকে প্রতিমন্ত্রী মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ৩ দিনের সফর সূচির মধ্যে রয়েছে, রবিবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলার গৌরীনগর খালের পুন:খনন কাজ পরিদর্শন ও বিকালে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর খালের খনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়াও এদিন সন্ধ্যায় তিনি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানা গেছে। সােমবার বিকেলে গাংনীর জনসভায় যােগদান করবেন। পরে সোমবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করার কথা রয়েছে।
Tag: others Zilla News
No comments: