Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের শুভ সূচনা




টেনিস তারকা রাফায়েল নাদাল। ছবি : সংগৃহীত অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছেন ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে থাকা রাফায়েল নাদাল। আজ মঙ্গলবার সার্বিয়ার লাসলো দিয়েরেকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্পেনের এই টেনিস তারকা। আজ মঙ্গলবার মেলবোর্ন পার্কে প্রথম রাউন্ডের ম্যাচে সার্বিয়ার লাসলো দিয়েরেকে ৬-৩, ৬-৪ ও ৬-১ গেমে হারিয়েছেন নাদাল। প্রথম সেট থেকে দাপট ধরে রেখে সরাসরি সেটে জিতেছেন তিনি। অথচ গত সপ্তাহে পিঠের ব্যথার কারণে এটিপি কাপ থেকে সরে দাঁড়ান নাদাল। তাই অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি কমই হয়েছে এই স্প্যানিশ তারকার। কিন্তু তাতেও সমস্যা হয়নি তাঁর। দাপুটে জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন তিনি। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবেন নাদাল। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের মাইকেল। প্রথম রাউন্ডে জয়ের আনন্দ নিয়ে নাদাল বলেন, ‘গত ১৫ দিন খুব কঠিন কেটেছে আমার। তাই আজ আমার টিকে থাকতে হতো এবং আমি তা করতে পেরেছি। আমি পরের পর্বে যেতে পেরে খুব খুশি। আর আমি মনে করি, আজ আমি ভালো খেলেছি। এ রকম সরাসরি সেটে জয়ই আমার দরকার ছিল।’ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়েছে গতকাল সোমবার। আসরে শুরুটা জয়ে করেছেন সেরেনা উইলিয়ামস ও নাওমি ওসাকা। করোনার কারণে নির্দিষ্ট সময়ের চেয়ে তিন সপ্তাহ পিছিয়ে মেলবোর্নে শুরু হয়েছে এই আসর। ফক্স স্পোর্টসের খবরে জানা গেছে, টুর্নামেন্টের তৃতীয় বাছাই জাপানের ওসাকা নারীদের এককে মাত্র ৬৮ মিনিটেই রুশ প্রতিপক্ষ আনাতাসিয়া পাভলিচেনকোভাকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে উড়ন্ত সূচনা করেছেন। দিনের আরেক ম্যাচে জার্মানির লরা সিগেমুন্ডকে মাত্র ৫৬ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-১ গেমে বিধ্বস্ত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। ৩৯ বছর বয়সী সেরেনা ম্যাচটির মাধ্যমে টুর্নামেন্টের শততম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply