লেখক মুশতাক আহমেদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন: লেখক মুশতাক আহমেদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় কোনো মৃত্যু কাম্য নয়, আওয়ামী লীগও তা সমর্থন করে না।
একইসঙ্গে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রাণলায়কে সঠিক তদন্তের অনুরোধ করেছেন করেছেন আওয়ামী লীগের এই নেতা।
শনিবার জাতীয় প্রেসক্লাবে কুষ্টিয়া জার্নালিস্ট ফোরামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ।
এসময় তিনি বলেন: বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। তারপরও বিচারপতিদের ভেবে দেখতে বলবো, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার জন্য গ্রেফতার হওয়া একজনের ৬ বার জামিন নামঞ্জুর কতটা যৌক্তিক?
লেখক মুশতাক আহমেদ (৫৩) গত বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।
Tag: English News politics
No comments: