কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের ষোলশহরে শুক্রবার পুলিশ সুপার অফিস ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
চট্টগ্রামের ষোলশহরে আজ শুক্রবার সকালে পুলিশ সুপার অফিস ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারা মহাপরিদর্শকের কাছ থেকে আমি সংবাদটা পেয়েছি। কারাগারের ভেতরে একটা স্বাভাবিক মৃত্যু হোক, বা অস্বাভাবিক মৃত্যু হোক—সেটার জন্য আমরা একটা ময়নাতদন্ত করে থাকি। ময়নাতদন্তের পর আমরা সঠিকভাবে বলতে পারব, কেন এই মৃত্যুটা হয়েছে।’
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া লেখক মুশতাক আহমেদ (৫৩) গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।
Tag: English News lid news national
No comments: