Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেসি-গ্রিজমানের গোলে শীর্ষ দুইয়ে বার্সা




লা লিগার শীর্ষ দুইয়ে উঠে এলো বার্সেলোনা। এদিন অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মেসির পথ দেখানোর পর গ্রিজমানের গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে কোম্যানের দল। যদিও জর্দির আত্মঘাতী গোলে স্বপ্ন দেখেছিল বিলবাও। রোববার (৩১ জানুয়ারি) রাতে ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচের ২০ মিনিটের সময় দুর্দান্ত এক গোল করেন লিওনেল মেসি। এই গোলের মধ্য দিয়ে বার্সার হয়ে ৬৫০ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি। সাম্প্রতিক সময়ে এ নিয়ে তৃতীয়বারের মতো দেখা হলো দুই দলের। এর আগে বিলবাওয়ের মাঠে ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা। আর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদেরকে একই ব্যবধানে হারায় বিলবাও। ম্যাচের প্রথম থেকেই দাপট ধরে রেখে খেলছিল বার্সেলোনা। ম্যাচের পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি বার্সেলোনা অধিনায়ক। চতুদর্শ মিনিটেও গোল পেতে পারতেন মেসি। এবার তার শট বল চলে যায় ক্রসবার ঘেঁষে বাইরে। তবে ২০তম মিনিটে অপেক্ষার পালা শেষ হয়। এবার মেসি চমৎকার ফ্রি কিকে বল রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয়। আসরে মেসির এটি দ্বাদশ গোল। বার্সার হয়ে মেসির ৬৫০ গোলের মধ্যে লা লিগাতেই আছে ৪৫০টি। তার মধ্যে ৪৯টি গোল আসে ফ্রি-কিক থেকে। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতায় ফেরে অ্যাথলেটিক ক্লাব। উল গার্সিয়ার ক্রস জর্দির পায়ে লেগে বল চলে যায় জালে। ৭৪তম মিনিটে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। দেম্বেলের পাস ধরে মিনগেসা ডান দিক থেকে বাড়ান ছয় গজ বক্সের মুখে। ঠান্ডা মাথায় নিখুঁত টোকায় গোলটি করেন গ্রিজমান। লা লিগায় এই নিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত রইলো তারা, জিতল টানা পাঁচটি। আর এই জয়ের মধ্য দিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে বার্সা। তবুও প্রথম স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ২০ ম্যাচে ১২ জয়ে বার্সার পয়েন্ট ৪০। অন্যদিকে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর ১৯ ম্যাচে ১৬ জয়ে ৫০ পয়েন্ট। বার্সার সঙ্গে গোলব্যবধানে পিছিয়ে থেকে তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply