নতুন লুকে আলোচনায় এলিনা শাম্মী
নতুন লুকে আলোচনায় এলিনা শাম্মী
শোবিজের পরিচিত মুখ এলিনা শাম্মী। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংয়েও দেখা গেছে তাকে। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি অভিনয় করেছেন অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমায়।
২৫ ফেব্রুয়ারি নেট দুনিয়ার মুক্তি পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক। এতে ভিন্ন লুকে ধরা দিয়েছেন এলিনা শাম্মী। প্রকাশিত পোস্টারে বন্দুক এবং টর্চলাইট হাতে দেখা গেছে এ অভিনেত্রীকে। পোস্টার প্রকাশের পর নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে শাম্মীর নতুন লুক। পোস্টের কমেন্টস বক্সে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকে।
সিনেমাটি নিয়ে জানতে চাইলে এলিনা শাম্মী বলেন, ‘অনন্য মামুনের সঙ্গে প্রথমবার কাজ করেছি। প্রচণ্ড শীতের মধ্যে সবাই অনেক পরিশ্রম করে কাজটি শেষ করেছি। এতে ডিবি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রের নাম নাজনীন। দারুণ একটি চরিত্রে কাজ করেছি। আমার বিশ্বাস দর্শক তৃপ্তি পাবে সিনেমাটি দেখে।’
জানা গেছে, মার্চে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘কসাই’ সিনেমাটির। সে পরিকল্পনা নিয়েই কাজ করছে পুরো টিম। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব, প্রিয়মনি, রাশেদ মামুন অপু ও কাজী নওশাবা প্রমুখ। এদিকে ১৯ মার্চ মুক্তি পাচ্ছে এলিনা শাম্মী অভিনীত ‘গন্তব্য’ সিনেমাটি।
No comments: