দিল্লির হয়ে খেলতে মুখিয়ে আছেন স্মিথ
অসি তারকা স্টিভেন স্মিথ। ছবি : সংগৃহীত
১৪তম আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ। খুব অল্প দামেই অসি তারকাকে পেয়ে গেছে দিল্লি। নতুন দলে যোগ দিয়ে মুখিয়ে আছেন স্মিথ নিজেও। গত বছরে ফাইনাল খেলা দিল্লিকে আরো একধাপ এগিয়ে নিতে চান অসি তারকা।
ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘আমি সত্যিই এই বছর দলটির (দিল্লি ক্যাপিটালস) সঙ্গে যোগ দেওয়া নিয়ে রোমাঞ্চিত। আমার মনে হয়, দারুণসব ক্রিকেটার দলে রয়েছেন এবং আছেন অসাধারণ একজন কোচ। সেখানে যেতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আমি মুখিয়ে আছি। আশা করি, গত বছরের চেয়ে আরো ধাপ এগিয়ে যেতে দলকে সাহায্য করতে পারব। তর সইছে না।’
২০১৮ সালে ১২ কোটি ৫০ লাখ রুপিতে স্মিথকে নিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু, জাতীয় দলের ম্যাচে বল বিকৃতির অভিযোগে সে বছরই নিষিদ্ধ হন স্মিথ। এক বছর ক্রিকেটে ফিরে যোগ দেন রাজস্থানে। নেতৃত্বও দেওয়া হয় তাঁকে। কিন্তু, গত বছর ভালো কাটেনি রাজস্থানের। টেবিলের তলানিতে থেকে আসর শেষ করে। পরে নতুন আসরের আগে স্মিথকে ছেড়ে দেয় রাজস্থান।
এবারের নিলামে স্মিথের ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি। সেখান থেকেই অসি তারকাকে দুই কোটি ২০ লাখ রুপিতে কিনে ফেলে দিল্লি।
Tag: English News games
No comments: