Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » তৃতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড, চাপে কোহলি




তৃতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড, চাপে কোহলি

আহমেদাবাদে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম সরদার প্যাটেলে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। গোলাপী বলে দিবা-রাত্রীর এই টেস্ট ম্যাচের আগে কোন মানসিক চাপ নিচ্ছেন না বিরাট কোহলি। আধুনিকায়নের পর সরদার প্যাটেলে অভিষেক টেস্টেই সিরিজ নিশ্চিতের লক্ষ্য স্বাগতিকদের। অন্যদিকে, ভারতকে হারাতে দৃঢ় প্রতিজ্ঞ ইংল্যান্ডও। ম্যাচটি শুরু হবে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ৩টায়। সবশেষ গেল ডিসেম্বরে গোলাপি বলে সাদা পোষাকে খেলেছিলো ভারত। সে দুঃসহ স্মৃতি কখনোই মনে করতে চাইবেন না সমর্থকরা। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হওয়ায় সমালোচনার বন্যা বয়ে গিয়ে গিয়েছিলো ভারতীয় দলকে নিয়ে। বছর ঘুরে আবারো সেই গোলাপি বলে খেলতে নামছে কোহলিরা। আহমেদাবাদের মোতেরায় সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে কি একটু হলেও মানসিক চাপে আছেন কোহলি? চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড, তাতে চাপ না নিয়ে উপায় নেই। তবে, ভারতীয় অধিনায়ক উড়িয়ে দিয়েছেন সে শঙ্কা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচ জয়ের দিকেই চোখ তার। ভারত ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি বলেন, ‘গোলাপি বলে খেলাটা চ্যালেঞ্জিং। আহমেদাবাদে দিবারাত্রীর এই টেস্ট খেলতে আমরা মুখিয়ে আছি। আগে কি হয়েছে সেটা নিয়ে না ভেবে সিরিজ নিশ্চিতই আমাদের মূল লক্ষ্য। ইংল্যান্ড খুব ভাল দল। তাদের দুর্বলতা খুজে সময় নষ্ট করতে চাইনা। নিজেরা কিভাবে সেশন বাই সেশন ভাল খেলবো সেটাই ভাবার বিষয় আমার।’ বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম সরদার প্যাটেলে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব। কাকতালীয়ভাবে নতুনরূপে সংস্কারের আগে সবশেষ ২০১২ সালে এই ভেন্যুতে হওয়া টেস্টেও খেলেছিলো ইংল্যান্ড ও ভারত। আধুনিকায়নের পর অভিষেক ম্যাচেও মুখোমুখি হচ্ছে এ দুই দল। শেষ টেস্টে চেতশ্বর পুজারার ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেটে জিতেছিলো ভারত। সরদার প্যাটেলে ফিরছেন বুমরাহ। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা ভারতের। ২০১৯ এ ইডেন গার্ডেন্সে সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন কোহলি। অধিনায়কের ফর্মের দিকে তাকিয়ে সমর্থকরা। গোলাপী বলে যে শুধু ভারতই ৩৬ রানে অলআউট হয়েছে তা নয়, নিউজিল্যান্ডের ৫৮ রানে অলআউট হওয়ার ক্ষত খুব বেশি দিনের পুরোনো নয়। সে যাই হোক পুরোনোকে ভুলে সিরিজ নিশ্চিতে দিকেই চোখ রুটের। এ টেস্টে ফিরছেন অ্যান্ডারসন। ব্রডের সঙ্গে তার জুটি ইতিবাচক হিসেবে দেখছেন রুট। ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট বলেন, ‘ব্রড ও অ্যান্ডারসনকে একসঙ্গে দেখা যাবে। এটা বেশ ভাল সিদ্ধান্ত। আমরা এই টেস্টে জিততে চাই। আহমেদাবাদেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা।’ এক লাখ দশ হাজার দর্শক ধারণ ক্ষমতকার এই স্টেডিয়ামটিতে করোনার কারণে ম্যাচ দেখার সুযোগ পাবেন অর্ধেক দর্শক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply