জনস্বাস্থ্য খাতে কাজ করার আগ্রহ প্রকাশ যুক্তরাষ্ট্রের
মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।
দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় জনস্বাস্থ্য খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, পোশাক রপ্তানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য খাতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
মন্ত্রী যুক্তরাষ্ট্রের আগ্রহকে স্বাগত জানিয়েছেন উল্লেখ করে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র নিজ দেশ ছাড়াও সিঙ্গাপুর, ফিলিপাইনসহ ইউরোপের বিভিন্ন দেশে জনস্বাস্থ্য নিয়ে কাজ করে। তারা বাংলাদেশেও এ সংক্রান্ত একটি মডেল বা দর্শন নিয়ে কাজ করবেন বলে রাষ্ট্রদূত জানিয়েছেন। সার্বিক দিক পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেন তাজুল ইসলাম।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের কথা তুলে ধরে বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ করোনা মহামারি মোকাবিলা করতে খুব ভালোভাবেই সক্ষম হয়েছে। করোনাকালীন সুষ্ঠুভাবে দেশে ইতিহাসের সর্ববৃহৎ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর ডাকে ছাত্র-শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়’ এই মূলনীতির কথা উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশসহ পৃথিবীর সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ করোনার সময়ে গৃহীত সময়োচিত নানা উদ্যোগের প্রশংসা করেন। এ ছাড়া সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন
Tag: English News lid news politics
No comments: