Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এবার ভারতে মিলল দ.আফ্রিকা ও ব্রাজিলের করোনার ধরণ




এবার ভারতে মিলল দ.আফ্রিকা ও ব্রাজিলের করোনার ধরণ

এবার ভারতে মিলেছে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নতুন করোনার ধরণ। ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এ দেশের ৪ জনে শরীরের দক্ষিণ আফ্রিকান প্রজাতির ভাইরাস পাওয়া গেছে। আর একজনের শরীরে মিলেছে ব্রাজিলীয় প্রজাতির নমুনা। খবর আনন্দবাজারের। মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকা, আঙ্গোলা এবং তানজানিয়া থেকে আসা যাত্রীদের মধ্যে ৪ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ওই ৪ জন-সহ আক্রান্ত সকলকেই কোয়রান্টিনে পাঠানো হয়েছে। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব স্বাস্থ্যমন্ত্রণালয়কে জানিয়েছেন, তাদের অধীনস্থ সংস্থা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-তে করোনার দক্ষিণ আফ্রিকার প্রজাতিতে আক্রান্তের জিনের বৈশিষ্ট নিয়ে ইতিমধ্যেই বিশ্লেষণ করা হচ্ছে। অন্য দিকে, ব্রাজিলীয় প্রজাতির নমুনা নিয়ে কাজ চলছে পুণেতে। গত বছরের একেবারে শেষের দিকে ব্রিটেনের নতুন করোনারে ধরণ আতঙ্ক ছড়িয়েছিল। সংক্রমণ রুখতে ইংল্যান্ডের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়। এদিন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি হয়েছে। একমাত্র কেরল এবং মহারাষ্ট্র ছাড়া মোটামুটি বাকি রাজ্যগুলিতে করোনার সংক্রমণে কার্যত নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিস্থিতিতে দেশে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করানোর স্ট্রেন ধরা পড়ায় ফের নতুন করে উদ্বেগ বাড়ল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের। জানা গেছে, ভারতে এখনও পর্যন্ত ব্রিটেনের করোনার ধরণ আক্রান্তের সংখ্যা ১৮৭। আমেরিকা-সহ বিশ্বের ৪১টি দেশে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন আগেই ধরা পড়েছে। এবার সেই ভাইরাস ঢুকে পড়ল ভারতেও। দক্ষিণ আফ্রিকা বা ব্রাজিল থেকে অবশ্য কোনও সরাসরি উড়ান নেই। তবে সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যেই পদক্ষেপ করতে শুরু করেছে ভারত সরকার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply