সৈয়দ আবুল মকসুদের কুলখানি আজ
প্রয়াত সাংবাদিক, গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদের কুলখানি আজ। ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ আসর এ কুলখানি অনুষ্ঠিত হবে। কুলখানিতে সবাইকে শরিক হওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ৭৪ বছর বয়সে মারা যান আবুল মকসুদ। বুধবার রাজধানীর আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। আবুল মকসুদ ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জের শিবালয় উপজেলার এলাচীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম জীবনে সরকারের তথ্য কর্মকর্তা ছিলেন। পরে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে নেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন।
সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃৃতি নিয়ে বই ও প্রবন্ধ লিখেছেন। কাব্যচর্চাও করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা চল্লিশের বেশি। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
Tag: English News lid news politics
No comments: