Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এলন মাস্ককে হটিয়ে আবারও শীর্ষ ধনী জেফ বেজস




এলন মাস্ককে হটিয়ে আবারও শীর্ষ ধনী জেফ বেজস

বিশ্বের শীর্ষ ধনীর তকমা ছিনিয়ে নিয়েছেন অনলাইন জায়ান্ট অ্যামাজান প্রতিষ্ঠাতা জেফ বেজস। মাত্র কয়েক সপ্তাহ আগেই স্পেস এক্স আর টেসলা প্রতিষ্ঠাতা এলন মাস্ক বেজসের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন শীর্ষ অবস্থান। টানা কয়েক সপ্তাহ বিশ্বের শীর্ষ ধনী ছিলেন মাস্ক। এখন আবার মাস্ককে হটিয়ে সে স্থান দখল করেছেন বেজস। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) হঠাৎই ২ শতাংশের ওপরে কমে যায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম। টেসলার শেয়ারের দাম হয় ৭শ’ ৯৬ ডলার। কয়েক ঘন্টায় এলন মাস্ক হারান প্রায় ৪শ’ কোটি ডলার। এরপরই টানা ৬ সপ্তাহ ধরে শীর্ষ ধনীর অবস্থানে থাকা মাস্কের মোট সম্পদের পরিমাণ কমে যায়। ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে এলন মাস্ক ১৭ হাজার ৩শ’ কোটি ডলারের মালিক, যেখানে বেজস ১৯ হাজার ৩০ কোটি ডলারের মালিক। এরপরই আবারো শীর্ষ ধনীর স্থান দখল করে ৪৯ বছর বয়সী উদ্যোক্তা বেজস। টানা ৩ বছর ধরে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি জেফ বেজস। চলতি বছর হঠাৎই তাকে হটিয়ে শীর্ষ ধনীর তকমা নেন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স প্রতিষ্ঠাতা এলন মাস্ক। কয়েক বছর ধরেই টানা বাড়ছে অ্যামাজানের শেয়ারের দর। তবে খুব শিগগিরিই অ্যামাজানের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে যাচ্ছেন। অন্যান্য প্রকল্পে মনোযোগ দেবেন তিনি। মহামারীর সময় লকডাউনে অ্যামাজানের অনলাইন ব্যবসা চাঙ্গা হয়েছে অনেক বেশি। এরপরই বেজসের মোট সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলারে পৌঁছায়। যা ইতিহাসে মাইলফলক সৃষ্টি করে। ২০১৭ সাল থেকে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করে আছেন বেজস। এদিকে, গেলো বছর স্পেস এক্স আর টেসলা দিয়ে কপাল খুলে যায় এলন মাস্কের। ২০২০ সালের নভেম্বরে টেক্কা দেন বিল গেটসে, এরপর টেক্কা দেন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে। জানুয়ারিতে টেসলার বাজারমূল্য দাড়ায় ৭০ হাজার কোটি ডলার। টয়োটা, ফোক্সওয়াগেন, হুন্দাই, জেনারেল মোটরস আর ফোর্ডের সামগ্রিক বাজারমূল্যের চেয়ে টেসলার বাজারমূল্য বেশি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply