Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ডিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন




টানা তিন কার্যদিবস পতনের পর বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। আর আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতনের পাশাপাশি মূল্য সূচকও কমেছে। এদিন লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। এই ধারা চলতে থাকে লেনদেনের শেষ পর্যন্ত। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বৃদ্ধির তালিকায় স্থান পেয়েছে ৬৭টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১৮০টির। আর ১০৭টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতনের পরও ডিএসইর প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮১ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্য সূচক উত্থানের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৯৪ কোটি ৬১ লাখ টাকা। যা আগের দিন ছিল ৭০২ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৯১ কোটি ৬৮ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারের। কোম্পানিটির ৯২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রবির ৭২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। এছাড়া, ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- মীর আখতার, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম, এনার্জিপ্যাক পাওয়ার, সামিট পাওয়ার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply