অটোমেশনেও হয়নি কর ব্যবস্থাপনায় আশানুরূপ অগ্রগতি: অর্থমন্ত্রী
দেশের কর জিডিপি অনুপাত আরো বাড়াতে হবে। আশানুরূপ অগ্রগতি হয়নি কর ব্যবস্থাপনার অটোমেশনেও। সকালে করাদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে কর জিডিপি অনুপাত বাড়াতে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান।
সেরা করদাতাদের সম্মাননা দিতে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এই আয়োজন। করোনা পরিস্থিতি বিবেচনায় ভীড় এড়াতে এখানে ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে মোট ১০ জন করাদাতার হাতে সম্মাননা তুলে দেয়া হয়। অন্যান্যরা যোগ দেন অনলাইনে। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের কর জিডিপি অনুপাত আরো বাড়াতে হবে। আশানুরূপ অগ্রগতি হয়নি অটোমেশনের ক্ষেত্রেও।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের চেষ্টা বরা হচ্ছে।
এবারে দেশব্যাপী ১৪১ জন সেরা করদাতাকে ট্যাক্স কার্ড এবং জেলা ভিত্তিক সবোর্চ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী ৫২৪ জন করদাতাকে সম্মাননা দেয়া হয়।
Tag: English News lid news politics
No comments: