বিগ বসের ট্রফি রুবিনার হাতে
বিগ বসের ট্রফি উঠল রুবিনা দিলেকের হাতে। ছবি : ইনস্টাগ্রাম থেকে
অবশেষে বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম মৌসুমের বিজয়ীর নাম ঘোষণা করা হলো। এবার ট্রফি উঠল রুবিনা দিলেকের হাতে! হ্যাঁ, রাহুল বৈদ্য, নিক্কি তামবলি, আলি গনি ও রাখি সায়ন্তকে হারিয়ে বিবি-১৪ ট্রফি এখন রুবিনার হাতে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বিগ বস জয়ের পর থেকে টিভি তারকা ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন রুবিনা দিলেক। অগ্রজ সিদ্ধার্থ শুক্লা ও হিনা খান তাঁকে অভিনন্দন জানিয়েছেন। টুইটারে রুবিনার বিজয় উদযাপন করেছেন তাঁরা।
সুপারস্টার সালমান খান বিগ বসের এবারের মৌসুমের বিজয়ীর নাম ঘোষণা করেন। কিছুটা বিস্ময় ও অপেক্ষার পর রুবিনার যেন বিশ্বাস হয়, এই শোতে তাঁর যাত্রার সুন্দর সমাপন হলো।
অসংখ্য ভক্ত চেয়েছিলেন রুবিনাই এবার বিজয়ী হোক এবং সেটা সত্য হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে রুবিনাকে অভিনন্দন জানাচ্ছেন তাঁরা। এবার রাহুল বৈদ্য রানারআপ হয়েছেন। ইনস্টাগ্রামে সালমান খানকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রুবিনা।
Tag: Entertainment
No comments: