নুসরাত শোকে কাতর নিখিলের বিরহের পোস্ট
ভারতের বাংলা ছবির জনপ্রিয় তারকা ও পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য নুসরাত জাহান ২০১৯ এ বিয়ে করেন। নুসরাত জাহানের বর নিখিল জৈন কলকাতার ছেলে। তিনি ব্যবসায়ী। চলচ্চিত্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। বিয়ের আগে ব্যবসায়ী নিখিল জৈনের শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন নুসরাত জাহান। এ কাজের সূত্রেই তাদের পরিচয়। অল্পদিনেই সম্পর্ক গাঢ় হয়। এরপর তারা দুজনে মিলেই বিয়ে করেন। তবে শেষ রক্ষা হয়নি। তাদের সম্পর্কেও চিড় ধরে।
বিচ্ছেদের কথা মুখেও উচ্চারণ করেননি তাদের কেউ। অথচ কলকাতা-দিল্লির দূরত্বটুকুও সহ্য করতে পারছেন না নিখিল জৈন। স্ত্রী নুসরাত জাহানের উদ্দেশে তাই কি অভিমান মাখানো ইনস্টাগ্রাম? ক্যাপশন, ‘উও চাঁদ কাঁহা সে লাওগে!’
প্রেম দিবসে প্রায় স্পষ্ট করেই নিখিল বলেছিলেন, ‘এখনও কেউ একই আছে’। অর্থাৎ, যশ দাশগুপ্তের সঙ্গে সাংসদ-তারকা স্ত্রী’র রসায়ন গড়ে উঠলেও তিনি শুধুই নুসরাতের প্রতীক্ষায়।
সেই রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের প্রকাশ্যে অভিমান নিখিলের। দিল্লিতে নিজের বাড়ির ছাদ ভেসেছে জোৎস্নায়। অতীত স্মৃতিতে ডুবেছেন তিনি, এমন চাঁদনি রাতেই স্বামীর সঙ্গে করবা চৌথ পালন করেছেন নুসরাত। রঙিন হয়েছেন দোল পূর্ণিমায়। হয়তো রাত জেগেছেন একসঙ্গে। যশ কি সেই চাঁদ এনে দিতে পেরেছেন নুসরাতকে? কিংবা নুসরাত যশকে?
No comments: