বাংলাদেশ-ভারত সম্পর্ক সারাবিশ্বের রোল মডেল হবে: দোরাইস্বামী
ভারতের সঙ্গে বৈরিতা করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, একদিন বাংলাদেশ- ভারতের সম্পর্ক সারাবিশ্বের জন্য রোল মডেল হিসেবে বিবেচিত হবে।
বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপিসহ কিছু রাজনৈতিক দল ভারত বিরোধিতা করে ভোট পাওয়ার সংস্কৃতি চালু করায় দু'দেশের পাশাপাশি এ অঞ্চলেরও ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেটস অ্যাসোসিয়েশন-ইমক্যাব আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ১৫ আগস্টের পর বৈরিতা সৃস্টি করে বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে কথা বলে ভোট নেওয়া যে অপসংস্কৃতি তারা যে চালু করার চেষ্টা করেছে সে কারণে কিন্তু আমাদের ক্ষতি হয়েছে এ অঞ্চলের ক্ষতি হয়েছে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আছে তাদের মূল বিষয় হচ্ছে ভারত বিরোধিতা করা। যেই দেশ আমাদের অভ্যুদয়ের সময় তাদের রক্ত ঝড়িয়েছে, সেই দেশের সঙ্গে বৈরিতা করে আমাদের দেশের উন্নয়ন সম্ভব নয়।
Tag: English News politics
No comments: