Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সিরিয়ায় ‘ইরান সমর্থিত সামরিক স্থাপনায়’ বাইডেনের নির্দেশে হামলা




পেন্টাগন জানিয়েছে, সিরিয়ায় হামলার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত সিরিয়ার পূর্বাঞ্চলের ইরান-সমর্থিত একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরাকে মার্কিন সেনাদের ওপর রকেট হামলার জবাবে গতকাল বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়। সিরিয়ার সামরিক স্থাপনাটি ইরানের মদদপুষ্ট দুই গোষ্ঠী ব্যবহার করত বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব সিরিয়ায় ইরান মদদপুষ্ট স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।’ পেন্টাগন মুখপাত্র আরও বলেন, “হামলার শিকার হওয়া স্থাপনাটি মূলত ‘কায়তিব হিজবুল্লাহ’ ও ‘কায়তিব সাইদ আলসুহাদা’ মিলিশিয়া গোষ্ঠী অস্ত্র ছিনতাই অভিযানের জন্য ব্যবহার করত। এসব মিলিশিয়া গোষ্ঠীর হামলা সক্ষমতা কমাতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।” নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এটিই প্রথম কোনো সামরিক হামলা। তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। পেন্টাগনের মুখপাত্র স্পষ্ট করেছেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে শুধু সাম্প্রতিক রকেট হামলার জবাবেই নয়, আমেরিকা ও জোটভুক্ত সেনাদের জন্য হুমকি মোকাবিলার কথা ভেবেও এই হামলা করা হয়েছে। কিরবি বলেন, ‘পূর্ব সিরিয়া ও ইরাকে সংঘাত কমিয়ে আনতে এবং জোটভুক্ত বাহিনীসহ মার্কিন যোদ্ধাদের নিরাপত্তায় হামলার নির্দেশ দিয়েছেন জো বাইডেন।’ জন কিরবি এও জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধের অংশীদার দেশসহ যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে আলোচনা করেই হামলা পরিচালনা করেছেন। গত ১৫ ফেব্রুয়ারি ইরাকের ইরবিলে এবং গত সোমবার রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়। গ্রিন জোনে মার্কিন দূতাবাস রয়েছে। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী এসব হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান বরাবরই এসব হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ শক্তভাবে নাকচ করে আসছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply