রোনালদোর জুভেন্টাসও জিততে পারল না
আগের রাতে লিওনেল মেসির বার্সেলোনা ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছে পিএসজির কাছে। পরের রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসও জিততে পারল না। ইতালিয়ান জায়ান্টরা অবশ্য এফসি পোর্তোর মাঠ থেকে মূল্যবান একটি অ্যাওয়ে গোল নিয়ে ফিরেছে।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে পোর্তোর মাঠ থেকে ২-১ গোলে হেরে এসেছে জুভেন্টাস। আগের রাতে পিএসজির কাছে বার্সা হেরেছে ৪-১ ব্যবধানে। ৯ মার্চ ঘরের মাঠে ফিরতি লেগে নামবে জুভরা।
ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই পিছিয়ে পড়ে জুভরা। ম্যাচের প্রথম মিনিটেই গোল তোলে পোর্তো। স্বাগতিকদের ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি জাল খুঁজে নেন। তাতে প্রথমার্ধে এগিয়ে থেকে মাঠ ছাড়ে পোর্তো।
মধ্যবিরতির পর ফিরেও ম্যাচ শুরু মতো ঘটনা। আবারও কিক অফের বাঁশি বাজতে না বাজতেই গোল। এবারও স্বাগতিকদের উল্লাস। ম্যাচের ৪৬তম মিনিটে উইলসন মানাফার বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন মৌসা মারেগা।
এভাবেই এগোচ্ছিল ম্যাচ। শেষদিকে ৮২ মিনিটে অ্যাওয়ে গোলটি আদায় করে জুভরা। আদ্রিয়েন রাবিওতের বাড়ানো বলে ব্যবধান কমান ফেদেরিকো চেইসা। ম্যাচের ইতি ঘটে ২-১এ।
Tag: English News games
No comments: