অসংখ্য ভালোবাসার প্রস্তাবে ভাসছেন মিম!
শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবারের ভালোবাসা দিবসে থাকবেন ক্যামেরার সামনে। দিনটি নিয়ে আলাদা করে পরিকল্পনা নেই তার। এ ছাড়া আলাদাভাবে দিনটি পালনও করেন না তিনি। শুটিং না থাকলে বাসাতেই থাকতেন মিম। ভালোবাসা দিবসের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে এমনটাই জানান এ অভিনেত্রী।
ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন? এমন প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে মিম বলেন, ‘ভালোবাসার মানুষ খুঁজতে হয় না। এমনিতেই চলে আসে। এখন পর্যন্ত অসংখ্য ভালোবাসার প্রস্তাব পেয়েছি। কিন্তু কোনোটাতেই সাড়া দেইনি। কারণ আমার চিন্তা শুধুই ক্যারিয়ার নিয়ে। তাই কাজের মধ্যে ডুবে থাকি।’
চলতি বছর বিয়ের পরিকল্পনা নেই উল্লেখ করে মিম আরও বলেন, ‘বর্তমানের পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছর পর বিয়ে করতে পারি। তবে বিয়ে করি কিংবা না করি, মিডিয়া থেকে কখনোই আড়াল হব না।’
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন বিদ্যা সিনহা মিম। শুরুতে মডেলিং, বিজ্ঞাপন এবং ছোটপর্দায় ব্যস্ত থাকলেও বর্তমানে তিনি থিতু হয়েছেন বড়পর্দায়। রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’, ‘ইত্তেফাক’, ‘দামাল’ তিনটি সিনেমায় অভিনয় করছেন তিনি।
এরই মধ্যে শেষ হয়েছে ‘পরাণ’ সিনেমার কাজ। বাকি দুটির কাজ এ বছরই শেষ হবে বলে আশা এ অভিনেত্রীর।
Tag: Entertainment
No comments: