জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শুরু হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা পরিসংখ্যান অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। “নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়নের উপাদান” এবারের প্রতিপাদ্য বিষয়ের উপরে আলোচনায় বলা হয় উন্নয়নের টেকসই করতে হলে যতগুলো নিয়ামক দরকার তার মধ্যে অন্যতম সঠিক পরিসংখ্যান।
সঠিক পরিসংখ্যান থেকেই সঠিক পরিকল্পনা সম্ভব।টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সূচক গুলোকে পরিবীক্ষণের জন্য তথ্য উপাত্ত সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিরলসভাবে কাজ করে চলেছে। র্যালিতে অন্যদের মধ্যে জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসি কুমার পাল সহ অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে দিনের সূচনা করা হয়।
Tag: others Zilla News
No comments: