Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » গাপটিল ঝড়ে বৃথা গেল অস্ট্রেলিয়ার চেষ্টা




নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার লড়াই। ছবি : সংগৃহীত টি-টোয়েন্টিতে ২১৯ রানের বিশাল সংগ্রহ। যার মধ্যে ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে জয়ের কাছাকাছি চলে যায় অস্ট্রেলিয়া। কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবেছে অস্ট্রেলিয়ার। চার রানে জয় তুলে নিয়েছে কেইন উইলিয়ামসনের দল। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে আরো এগিয়ে গেল নিউজিল্যান্ড। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৫৩ রানে জিতেছে স্বাগতিকরা। সব মিলিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আজ বৃহস্পতিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি ৫০ বলে ৯৭ রান করেন গাপটিল। তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয় বাউন্ডারি ও আট ছক্কা দিয়ে। এ ছাড়া ব্যাট হাতে রানে ছিলেন উইলিয়ামসন- জিমি নিশাম। ৩৫ বলে ৫৩ রান এসেছে কিউই অধিনায়কের হাত থেকে। মাত্র ১৬ বলে ৪৫ রানের ইনিংস খেলেন নিশাম। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান স্টয়নিস ও স্যামস। দুজনে মিলে সপ্তম উইকেটে লড়াই জমিয়ে তোলেন। কিন্তু শেষ পর্যন্ত চার রানের জন্য জয়ের হাসি হাসে নিউজিল্যান্ড। ৩৭ বলে ৭৮ রান করেন স্টয়নিস। ১৫ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন স্যামস। ৪৫ রান আসে ফিলিপসের ব্যাট থেকে। নির্ধারিত ওভারে আট উইকেটে ২১৫ রানে থামে অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড : ২০ ওভারে ২১৯/৭ (গাপটিল ৯৭, সাইফার্ট ৩, উইলিয়ামসন ৫৩, নিশাম ৪৫*, ফিলিপস ৮, কনওয়ে ২, স্যান্টনার ০, সাউদি ৬, জেমিসন ০*; স্যামস ৪-০-৪৬-১, অ্যাগার ৩-০-৩০-০, জাই রিচার্ডসন ৪-০-৩৯-১, কেন রিচার্ডসন ৪-০-৪৩-৩, জ্যাম্পা ৪-০-৪৩-১, স্টয়নিস ১-০-১৭-০)। অস্ট্রেলিয়া : ২০ ওভারে ২১৫/৮ (ওয়েড ২৪, ফিঞ্চ ১২, ফিলিপি ৪৫, ম্যাক্সওয়েল ৩, স্টয়নিস ৭৮, অ্যাগার ০, মার্শ ০, স্যামস ৪১, জাই রিচার্ডসন ৪*, কেন রিচার্ডসন ০*; সাউদি ৪-০-৪৭-১, বোল্ট ৪-০-৩০-০, জেমিসন ৪-০-৫৬-০, স্যান্টনার ৪-০-৩১-৪, সোধি ৩-০-৪১-২, নিশাম ১-০-১০-২)। ফল : নিউজিল্যান্ড ৪ রানে জয়ী। সিরিজ : ৫ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০তে এগিয়ে। ম্যান অব দ্য ম্যাচ : মার্টিন গাপটিল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply