Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন, ছিটকে গেলেন শীর্ষ বাছাই




নারীদের এককে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর তারকা অ্যাশলে বার্টি। ছবি : সংগৃহীত অস্ট্রেলিয়ান ওপেনের নারীদের এককে অঘটন ঘটেছে। আসর থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর তারকা অ্যাশলে বার্টি। তিনি হেরে গেছেন ২৫ নম্বর বাছাই ক্যারোলিনা মুচোভার কাছে। বার্টি হেরেছেন ৬-১, ৩-৬, ২-৬ সেটে। আজ বুধবার অনুষ্ঠিত ম্যাচের প্রথম সেটে বার্টির কাছে হেরে যাওয়ার পর খেলা চলাকলীন মুচোভার শুশ্রূষার জন্য সময় নেওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। ফিজিওকে ডেকে মাথার ও ঘাড়ের শুশ্রূষা করান তিনি। প্রায় ৯ মিনিট সাজঘরে ছিলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড়। কোর্টে ফিরে অন্য চেহারায় দেখা যায় মুচোভাকে। দ্বিতীয় সেটে সাতটি গেমের মধ্যে ছয়টি গেম জিতে নেন তিনি। তৃতীয় সেটেও সহজেই বিশ্বের এক নম্বর তারকাকে হারিয়ে দেন মুচোভা। শেষ দুটি সেটে ৩১ বার আনফোর্সড এরর করে বসেন বার্টি। ম্যাচের পর মুচোভাকে শুশ্রূষার জন্য সময় নেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান তাঁর মাথা ঘুরতে থাকায় তিনি সময় নেন। সেমিফাইনালে ২২ নম্বর বাছাই জেনিফার বার্ডির মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের এই তারকা। এদিকে জাপানি তারকা নাওমি ওসাকা সু -ওয়েই- সিকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছেন। গতকাল মঙ্গলবার সহজ জয়ে শেষ চারে পৌঁছে গেলেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা। সু ওয়েইকে স্ট্রেট সেটে হারাতে ওসাকা সময় নিয়েছেন মাত্র ৬৬ মিনিট। সেমিফাইনালে ওসাকার প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামস। চাইনিজ তাইপের সু ওয়েই একজন ডাবলসের খেলোয়াড়। তাঁর চেয়ে অনেকটাই জুনিয়র ওসাকার কাছে হার স্বীকার করতে বাধ্য হলেন। কোনো প্রতিরোধ তিনি গড়ে তুলতে পারেননি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply