হাইতিতে কারাগার ভেঙে আসামিদের পলায়ন, কারা পরিচালকসহ আটজনকে হত্যা
হাইতির রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের উপকণ্ঠে অবস্থিত একটি কারাগারে সহিংসতার পর অনেক আসামি পালিয়ে গেছে। ছবি : সংগৃহীত
হাইতির রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের উপকণ্ঠে অবস্থিত একটি কারাগারে সহিংসতায় জেলখানার এক পরিচালকসহ অন্তত আটজন নিহত হয়েছেন। কারাগারটি ভেঙে অনেক আসামি পালানোর পর সেখানে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশ এ কথা জানায়। খবর এপি ও আল জাজিরার।
হাইতির জাতীয় পুলিশের মুখপাত্র গরি দেসরোসিয়ার্স বলেন, ‘ওই কারাগারে সহিংসতায় বিভাগীয় পরিদর্শক পল হাক্টর জোসেফ নিহত হয়েছেন। তিনি বেসামরিক কারাগার ক্রইক্স দেস বৌকুয়েটসের দায়িত্বে ছিলেন।’ সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে তিনি আরও বলেন, এ সময় ‘অনেক আসামি পালিয়ে গেছে।’
এএফপির এক ফটোগ্রাফার জানান, কারাগারের আশপাশের বিভিন্ন রাস্তায় গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এই কারাগারের কয়েকজন আসামি জানায়, দুপুরের দিকে তারা গোলাগুলির শব্দ শুনতে পায়।
জেলখানা ভেঙে আসামি পালানোর বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
এ ঘটনায় কারাগারের নিরাপত্তা রক্ষায় পুলিশ পাঠানো হলে তারা বিকেলের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়
Tag: English News world
No comments: