গাংনী বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে টিনের চাল কেটে চুরির ঘটনায় হাউস নামের এক জনকে গ্রেফতার
করেছে পুলিশ।
গত বুধবার রাতে গাংনীর গোরস্থান এলাকার ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাউস-(২৬) গাংনী উপজেলার কাষ্টদাহ গ্রামের ইউনুছ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৪ই ফেব্রুয়ারি রাত দুইটার সময় গাংনী বাজারের সাইদ হার্ডওয়ারের দোকানের টিনের ছাউনি কেটে নগদ টাকা চুরির ঘটনা ঘটে। দোকান মালিক সাইদ হোসেনের অভিযোগের ভিত্তিতে দোকানের মধ্যে সিসি টিভি’র ফুটেজ গাংনী থানায় নিয়ে চোর সনাক্তের চেষ্টা করা হয়।
সিসি টিভি ফুটেজ দেখে হাউসকে সনাক্ত শেষে গাংনী থানার এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে আরো জানা গেছে, গ্রেফতারকৃত হাউসের নামে এর আগে গাংনী থানায় বোমা বিস্ফোরণ, ডাকাতি, গরু চুরিসহ মোট ৭ টি মামলা রয়েছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, হাউসকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag: others Zilla News
No comments: