Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জিরুদের গোলে চেলসির জয়




চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে রইল চেলসি। অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে হেরে গেলো দিয়েগো সিমেওনের দল। তবে পয়েন্টের হিসেবে এখনও তারাই শীর্ষেই। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে চেলসি। ম্যাচটি হওয়ার কথা ছিল মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয়। কিন্তু করোনার কারণে ম্যাচটি বুখারেস্টে সরিয়ে নেওয়া হয়। এদিন টমাস টুখেলের দলের বিপক্ষে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি অ্যাথলেটিকো। ম্যাচের পঞ্চদশ মিনিটে দারুণ এক সুযোগ আসে অ্যাথলেটিকোর সামনে। পোস্টের কাছে লুইস সুয়ারেসের পাসে বল পেয়েও কাজে লাগাতে পারেননি ফরাসি মিডফিল্ডার তুমা লিমাঁ। এছাড়া প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। অধিকাংশ সময় বল দখলে রাখা চেলসি ৩৯তম মিনিটে এগিয়ে যেতে পারত কিন্তু টিমো ভেরনারের শট ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬৮তম মিনিটে জয়সূচক গোলটি পায় চেলসি। অ্যাথলেটিকোর ডিফেন্ডার মারিও এরমেসোর ভুলে বল পেয়ে জাল খুঁজে নেন জিরুদ। অবশ্য রেফারি অফসাইডের বাঁশি বাজালে ভিএআরে সিদ্ধান্ত পাল্টায়। আসরে ফরাসি ফরোয়ার্ডের এটি ষষ্ঠ গোল। লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও শেষ চার ম্যাচে অ্যাথলেটিকোর জয় মাত্র একটি। আগামী ১৭ মার্চ ফিরতি লেগে চেলসির মাঠে খেলবে তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply