Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ৪০০’তে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অশ্বিন




৪০০’তে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অশ্বিন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা অক্ষর প্যাটেল দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে আহমেদাবাদ টেস্ট শেষ করেছেন। নবীনের আলো কাড়ার ম্যাচে চুপ থাকেননি রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞ অফস্পিনার দু’ইনিংসে মোট ৭ উইকেট নিয়ে ছিলেন উজ্জ্বল। পথে ছুঁয়ে ফেলেছেন সাদা পোশাকে ৪০০তম উইকেটের মাইলফলক। সেটিও ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হিসেবে।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট, যেটি ছিল দিবা-রাত্রির, ইংল্যান্ডকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। সেটিও আবার দুদিনে। মোতারার স্পিন স্বর্গে অশ্বিন টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে স্পর্শ করছেন ৪০০ ক্লাবের চাবি। অশ্বিন প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। ঢুকে যান চারশো টেস্ট উইকেটের মাইলফলকে। ৩৯৪ উইকেট নিয়ে ক্যারিয়ারের ৭৭তম টেস্টে আহমেদাবাদে নামা অফস্পিনারের নামের পাশে এখন ৪০১ টেস্ট উইকেট। সঙ্গে রেকর্ড। শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের দখলে দ্রুততমের রেকর্ডটি। ৪০০ উইকেট নিতে তার লেগেছিল ৭২ টেস্ট। অশ্বিনের লাগল ৭৭ টেস্ট। তিনে নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি ও সাউথ আফ্রিকার ডেল স্টেইন যৌথভাবে ৮০ টেস্টে কীর্তি ছুঁয়েছেন। টেস্টে ৪০০-এর মাইলফলকে পা রাখা ষষ্ঠ স্পিনার ৩৪ বছর বয়সী অশ্বিন, তবে সব বোলারদের মধ্যে ১৬তম তিনি। ভারতীয়দের মধ্যে চতুর্থ। অনিল কুম্বলে ৬১৯ উইকেট নিয়ে দেশটির সেরা। দুইয়ে কপিল দেব ৪৩৪ উইকেটে, আর হরভজন সিং ৪১৭ উইকেট নিয়ে তিনে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply